বাঁকুড়ায় প্রচার সেরে ফেরার পথে শুভেন্দু অধিকারীকে ঘিরে 'চোর চোর' স্লোগান । সেইসঙ্গে বিরোধী দলনেতাকে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ । ঘটনায় মেজাজ হারিয়ে মাঝরাস্তায় গাড়ি থেকে নেমে পড়েন শুভেন্দু । বিক্ষোভকারী মহিলাদের দিকে তেড়ে যাওয়ার অভিযোগ বিরোধী দলনেতার বিরুদ্ধে । আঙুল উঁচিয়ে পুলিশকে ধমক দেওয়ারও অভিযোগ উঠেছে । ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে সিমলাপাল থানার হেতাগাড়া এলাকা ।
জানা গিয়েছে, পাত্রসায়েরের বালসী থেকে জনসভা করে রাইপুরের রোড শো তে যোগ দিতে যাচ্ছিলেন শুভেন্দু । সেইসময় সিমলাপাল থানার হেতাগাড়া এলাকায় তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন বিরোধী দলনেতা । ওই এলাকাতেই চলছিল তৃণমূলের পথসভা । সেখান থেকেই শুভেন্দুর বিরুদ্ধে ওঠে 'চোর চোর' স্লোগান । সেইসঙ্গে ওঠে 'শুভেন্দু হঠাও' স্লোগান । মাঝ রাস্তাতেই কনভয় থামিয়ে নেমে পড়েন শুভেন্দু। বিক্ষোভকারীদের দিকে তেড়ে যান তিনি । সেইসঙ্গে মহিলাদের উদ্দেশে গালিগালাজ করার অভিযোগও উঠেছে শুভেন্দুর বিরুদ্ধে ।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশকে ধমক দেওয়ার অভিযোগ উঠেছে শুভেন্দুর বিরুদ্ধে । বিরোধী দলনেতার অভিযোগ, 'ভোটে পরাজয় নিশ্চিত বুঝে তৃণমূল বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তাঁরা কোনও পদক্ষেপ না করে তৃণমূলের বিশৃঙ্খলাকে মদত দিয়েছে।'