শুভেন্দু অধিকারীর নিশানায় ফের মমতা বন্দ্যোপাধ্যায় । কুমারগঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রীকে তাঁর হুঁশিয়ারি, 'আপনাকে প্রাক্তন করে ছাড়ব' । এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায় বেআইনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেই প্রসঙ্গে তুলেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তিনি ।
এদিন সুকান্ত মজুমদারের সমর্থনে কুমারগঞ্জে সভা করেন শুভেন্দু অধিকারী । সেখান থেকেই তৃণমূল নেত্রীকে 'চোরেদের রাণী' বলে কটাক্ষ করেছেন তিনি । শুভেন্দু বলেন, 'উন্মাদের মতো চিৎকার করছেন। বলছেন, এই রায় মানেন না। আপনাকে মানতে হবে না। আপনাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি । ১৯৫৬ ভোটে । আমি আর ড মজুমদার, দুই ভাই মিলে আপনাকে প্রাক্তন করে ছাড়ব ।'
চাকুলিয়ায় মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় চাকুলিয়ার সভায় বলেছিলেন, 'আমি এই রায় মানি না । SSC নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায় বেআইনি । হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যাব । একইসঙ্গে চাকরিহারাদের মমতার বার্তা, 'হতাশ হবেন না। কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা পাশে আছি।'