বুথফেরত সমীক্ষাকে ফের কার্যত ভুল প্রমাণিত করতে চলেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার রাজ্যের ৪২ আসনের গণনায় প্রাথমিক ধাক্কা সামলে বিরোধী বিজেপিকে অনেকটাই পিছনে ফেলে দিল তৃণমূল।
এখনও পর্যন্ত ভোটের রেজাল্টে যা ইঙ্গিত, তাতে ঘাসফুলের হাতেই থাকছে বাংলা। দক্ষিণবঙ্গ তো বটেই, এই নির্বাচনে এখনও পর্যন্ত উত্তরবঙ্গেও দুরন্ত ভাবে কামব্যাক করেছে তৃণমূল কংগ্রেস। যার নিটফল কোচবিহারে পিছিয়ে বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। দার্জিলিং, জলপাইগুড়ি, বালুরঘাটে বিজেপিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে তৃণমূল।
দক্ষিণবঙ্গের একাধিক আসনে এগিয়ে আছে তাঁরা। বহরমপুরে চলছে কড়া টক্কর। শেষ পাওয়া খবর পর্যন্ত কিছু ভোটের মার্জিনে এগিয়ে অধীর চৌধুরী। মালদা দক্ষিণে এগিয়ে কংগ্রেসের ইশা খান চৌধুরী। এখনও যা ফল, তাতে ৫ বছর পরেও রাজ্যে শূন্য় বামেরা।