ভোট শুরু হতে না হতেই রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির খবর সামনে আসছে । কোথাও ইভিএম বিভ্রাট, কোথাও বিজেপি অফিসে আগুন এমনকী সিআরপিএফ জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । ভোট শুরুর আগে কোচবিহার জেনকিন্স স্কুলের বুথে উত্তেজনা ছড়ায় । বুথের ১০০ মিটারের মধ্যে মুখ্যমন্ত্রীর ছবি,তৃণমূলের পতাকা রয়েছে বলে প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ বিজেপির । অভিযোগের পর ছবি-পতাকা দ্রুত সরিয়ে ফেলে তৃণমূল।
সকাল সকাল ধূপগুড়ির একাধিক বুথে ইভিএম বিভ্রাটের খবর সামনে এসেছে । যার ফলে সেইসব বুথে মকপোল দেরিতে শুরু হয়েছে । ফলে ভোটগ্রহণও শুরু হয়েছে দেরিতে । অন্যদিকে, ভোট শুরুর আগে জলপাইগুড়ি লোকসভার অন্তর্গত ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় ভালোবাসা মোড়ে ৮৬ নম্বর বিজেপির বুথ অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ । তুফানগঞ্জে TMC-র নির্বাচনী কার্যালয়ে আগুন। ঘটনাটি হরিরহাট এলাকায়। কোচবিহার শহরের ১৮ নম্বর ওয়ার্ডের CPIM সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে এসেছে । জানা গিয়েছে, নির্বাচনের আগের রাতে আচমকা ওই জওয়ানের নাক, মুখ থেকে রক্ত বের হতে শুরু করে বলে খবর। তাঁকে তড়িঘড়ি মাথাভাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।