ভোট দিতে গিয়ে ভোটার জানলেন তিনি মৃত । লোকসভার চতুর্থ দফার নির্বাচনে এমন ঘটনা ঘটল পূর্ব বর্ধমান ও বহরমপুরে । যদিও এধরনের ঘটনা প্রথম নয়, লোকসভার গত দুই দফাতেও জলপাইগুড়ি ও শিলিগুড়িতে এমন খবর সামনে এসেছে ।
জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভার আনগুনা বি এম হাইস্কুলে ২৫১ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিসেন মায়া সামন্ত । ভোটার কার্ড হাতে নিয়ে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করছিলেন । ভোটার কার্ড হাতে যখন তিনি বুথে ঢুকলেন, জানতে পারলেন তালিকায় তাঁর নাম নেই । ভোটার লিস্টে তাঁর নামের পাশে লেখা 'ডিলিটেড'। ভোট না দিয়ে বাড়ি ফিরে যান তিনি ।
একই ঘটনা ঘটল বহরমপুরে । ওই কেন্দ্রের বড়ঞা বিধানসভার খরজুনা উচ্চ বিদ্যালয়ে ৩৪ নম্বর বুথে ভোট দিতে যান রেশমা বিবি। এদিন, দুপুরে ওই বুথে ভোট দিতে যান তিনি । ভোটার লিস্টে দেখানো হয় তিনি 'মৃত' । ওই মহিলার দাবি, পঞ্চায়েত নির্বাচনেও ভোট দিয়েছিলেন তিনি । কিন্তু, লোকসভা ভোটে, তাঁর নামের পাশে কীভাবে ডিলিটেড শব্দ বসানো হল, বুঝতে পারছেন না রেশমা বিবি । স্বাভাবিকভাবে বুথে এসে ভোট না দিতে পেরে ফিরে যেতে বাধ্য হন ওই মহিলা ।