বাংলায় ফের সবুজ হাওয়া । মমতা ও অভিষেকের নেতৃত্বে কার্যত 'বিসর্জন' বিজেপির । বাংলার একাধিক কেন্দ্র থেকে তৃণমূলের জয়ের খবর সামনে আসছে । কৃষ্ণনগর থেকে প্রথম জয় এসেছে তৃণমূলের । আবারও সংসদে ফিরলেন মহুয়া মৈত্র । কৃষ্ণনগর ছিল তৃণমূলের কাছে, মহুয়ার কাছে প্রেস্টিজ ফাইট । অবশেষে কৃষ্ণনগরের মানুষও পাশে থাকলেন মহুয়ার । শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন । সবুজ আবির উড়িয়ে তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে সেলিব্রেশনে মেতেছেন মহুয়াও । রোড-শো করে ধন্যবাদও জানালেন কৃষ্ণনগরের মানুষকে ।
বর্ধমান-দুর্গাপুরে দিলীপ ঘোষকে হারিয়ে দিয়েছেন কীর্তি আজাদ । গণনা কেন্দ্রের বাইরে উচ্ছ্বাসে মাতলেন তৃণমূল প্রার্থী । বাঁকুড়াতেও সবুজ আবির উড়ল । চলছে সেলিব্রেশনে । তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে সেলিব্রেশনে সামিল অরূপ চক্রবর্তীও । এখনও পর্যন্ত ওই কেন্দ্র থেকে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন অরূপ । এছাড়া জয়ের খবর সামনে এসেছে বহরমপুর, উলুবেড়িয়া,ব্যারাকপুর-সহ একাধিক কেন্দ্র থেকে ।
কোন কোন কেন্দ্রে জয় তৃণমূলের ?
বহরমপুর- ইউসুফ পাঠান
ব্যারাকপুর - পার্থ ভৌমিক
আসানসোল- শত্রুঘ্ন সিনহা
বীরভূম -শতাব্দী
ঘাটাল- দেব
বর্ধমান-দুর্গাপুর - কীর্তি আজাদ
কৃষ্ণনগর - মহুয়া মৈত্র
জয়নগর- প্রতিমা মণ্ডল
বারাসত- কাকলি ঘোষ দস্তিদার
ঝাড়গ্রাম কালীপদ সোরেন