Lok Sabha ELection result 2024 : বাংলায় ভাল ফল করলেও উত্তরে জমি শক্ত হল না তৃণমূলের, দেখুন জেলাভিত্তিক ফল

Updated : Jun 05, 2024 19:29
|
Editorji News Desk

বিধানসভা, পঞ্চায়েতের পর লোকসভাতেও বাংলায় তৃণমূলের দাপট অব্যাহত । ৪২-এর মধ্যে ২৯ আসনে জিতেছে তৃণমূল । আবারও বাংলায় সবুজ ঝড় । মঙ্গলবার দুপুরের পর থেকে চলছে সেলিব্রেশন । সাংবাদিক বৈঠক করে বাংলার মানুষকে ধন্যবাদও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

লোকসভা নির্বাচনে এবার বাংলায় তৃণমূলের পাখির চোখ ছিল উত্তরবঙ্গ । গত লোকসভা নির্বাচনে উত্তরের প্রত্যেক কেন্দ্রই ছিল বিজেপির দখলে । ২০২৪-এর লোকসভায় রাজ্যে ভাল ফল করলেও, শুধুমাত্র একটি কেন্দ্র বাদে উত্তরবঙ্গে কিন্তু এবারও নিজেদের জমি শক্ত করতে পারল না তৃণমূল । কোচবিহারেই একমাত্র বাজিমাত করেছে তৃণমূল । নিশীথ প্রামাণিকের মতো হেভিওয়েট প্রার্থীর আসন ছিনিয়ে নেওয়া তৃণমূলের বড় জয় বলে মনে করছে রাজনৈতিক মহল । অন্যদিকে, দক্ষিণবঙ্গে দারুণ ফল করেছে তৃণমূল ।  উত্তরের কোন জেলায় কেমন ফল হল দেখে নেওয়া যাক

কোচবিহার

বারবার রাজনৈতিক পালাবদল হয়েছে কোচবিহারে । প্রথম ফরওয়ার্ড ব্লক, তারপর তৃণমূল । পরে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হয় কোচবিহার । ২০১৯ সালে ওই কেন্দ্র থেকে জিতে সাংসদ হন নিশীথ প্রামাণিক । কেন্দ্রীয় মন্ত্রীও হন নিশীথ । কিন্তু, ২০২৪-এ ফের পালাবদল ঘটল । ওই কেন্দ্র থেকে নিশীথকে ৩৯,২৫০ ভোটে হারিয়ে ঘাষফুল ফোটালেন  জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া ।

আলিপুরদুয়ার

উনিশের লোকসভা নির্বাচনে জিতেছিল বিজেপি । একুশের বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্রের সাতটি বিধানসভা আসনেই ফুটেছিল পদ্মফুল। লোকসভা নির্বাচনে প্রকাশচিক বড়াইকে ৭,৫৪,০৪৭ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপির মনোজ টিগ্গা ।

জলপাইগুড়ি

২০০৯ সাল পর্যন্ত লাল দুর্গ হিসাবেই পরিচিত ছিল জলপাইগুড়ি । ২০১৪ সালে তৃণমূলের দখলে আসে । ২০১৯-এ সেখানে ফোটে পদ্মফুল । ২০২৪-এও আসন ধরে রাখতে সক্ষম হল বিজেপি । ৮৬,৬৯৩ ভোটে এই কেন্দ্র থেকে জেতেন জয়ন্ত কুমার রায় ।

দার্জিলিং 

দার্জিলিং লোকসভা কেন্দ্র ২০০৯ সাল থেকে কেন্দ্র বিজেপির দখলে । ২০২৪-এও উড়ল গেরুয়া পতাকা । ১ লাখ ৭৮ হাজার ৫২৫ ভোটে বিজেপির টিকিটে জিতে ফের সাংসদ রাজু বিস্তা ।

উত্তর দিনাজপুর জেলা

রায়গঞ্জ

একসময় বামেদের দূর্গ হিসেবে খ্যাত রায়গঞ্জে পদ্ম ফোটে গত লোকসভা নির্বাচনে । এবারও আসন ধরে রাখল বিজেপি । উত্তর দিনাজপুর জেলার এই কেন্দ্রে ৬৮ হাজার ১৯৭ ভোটে জিতেছেন কার্তিক চন্দ্র পাল ।

দক্ষিণ দিনাজপুর জেলা

বালুরঘাট

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কেন্দ্রে ২০১৯-এ পদ্মফুল ফুটিয়েছিলেন সুকান্ত মজুমদার । ২০২৪-এও একই ছবি । জানা গিয়েছে, ওই কেন্দ্রে গভীর রাত পর্যন্ত চলেছে কাউন্টিং । তবে, শেষ বলে ছক্কা হাঁকিয়েছেন সুকান্তই । ১০,৩৮৬ ভোটে বিপ্লব মিত্রকে হারিয়ে ফের সাংসদ হয়েছেন সুকান্ত মজুমদার । 

মালদহ জেলা

মালদা উত্তর

মালদা জেলার অন্তর্গত এই কেন্দ্রে আবারও গেরুয়া ঝড় । ২০১৯-এ ফুটেছিল পদ্ম, ২০২৪-এও ৭৭ হাজার ৭০৮ ভোটে জিতে আসন টিকিয়ে রাখল বিজেপি । ওই কেন্দ্র থেকে সাংসদ এখন খগেন মুর্মু ।

 মালদহ দক্ষিণ 

মালদহ দক্ষিণ কংগ্রেসের গড় হিসেবেই পরিচিত । এবার এই কেন্দ্র থেকেই একমাত্র সাংসদ পেয়েছে কংগ্রেস । এক লাখ ২৮ হাজার ৩৬৮ ভোটে বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরীকে হারিয়ে জয়ী হয়েছেন ঈশা খান চৌধুরী । 


মুর্শিদাবাদ 

মুর্শিদাবাদ জেলার লোকসভা কেন্দ্র জঙ্গিপুর । ২০১৯ সালে প্রথম ঘাসফুলের দখলে আসে মুর্শিদাবাদ জেলার এই কেন্দ্রটি। এবারও আসন ধরে রাখল তৃণমূল । এক লাখ ১৬ হাজার ৬৩৭ ভোটে জিতলেন খলিলুর রহমান ।

বহরমপুর অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র । এতদিন অধীর গড় হিসেবে পরিচিত ছিল । পাঁচ বারের সাংসদ ছিলেন অধীর চৌধুরী । কিন্তু, এবার পুরো উলটপুরাণ । বদলে গেল হাওয়া । প্রথমবার রাজনীতির ময়দানে নেমেই ঘাষফুল ফোটালেন ইউসুফ পাঠান । ৮৫, ০২২ ভোটে জিতেছেন তিনি ।

মুর্শিদাবাদ জেলার আরও একটি লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ ।মহম্মদ সেলিমকে ১ লাখ ৬৪ হাজার ২১৫ ভোটে হারিয়ে জেতেন আবু তাহের খান । দীর্ঘ সময় বামেদের দখলে ছিল এই কেন্দ্র । মাঝে আসে কংগ্রেস । আসন ধরে রাখল তৃণমূলই ।

নদিয়া

নদিয়া জেলার আরও একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর ছিল তৃণমূলের প্রেস্টিজ ফাইট । গতবার এই কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছিলেন মহুয়া মৈত্র । কিন্তু, গত বছরের শেষে সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয় তাঁকে । তখন মহুয়া বলেছিলেন তিনি আবারও ফিরবেন । ২০২৪ লোকসভা ভোটে সেই কথা রাখলেন মহুয়া । তাঁকে সঙ্গে দিলেন কৃষ্ণনগরের মানুষও । ৫৬,৭০৫ ভোটে জিতেছেন মহুয়া ।  

নদিয়া জেলার আরও একটি কেন্দ্রে ফুটল ঘাষফুল । মুকুটমণি অধিকারীকে হারিয়ে এক লাখ ৮৬ হাজার ৮৯৯ ভোটে জয় পেয়েছেন জগন্নাথ সরকার ।  

পূর্ব বর্ধমান জেলা

একটিই কেন্দ্র, বর্ধমান পূ্র্ব লোকসভা । এই কেন্দ্রে ঘাসফুল ফুটেছে । এক লাখ ৬০ হাজার ৫৭২ ভোটে জিতেছেন শর্মিলা সরকার । 

পশ্চিম বর্ধমান

দু'টি কেন্দ্র । বর্ধমান দুর্গাপুর ও আসানসোল । এই দুই কেন্দ্রেই ফুটেছে ঘাষফুল । বর্ধমান দুর্গাপুর থেকে দিলীপ ঘোষকে এক লাখ ৩৭ হাজার ৯৮১ ভোটে হারিয়ে দিয়েছেন কীর্তি আজাদ । 

অন্যদিকে, আসানসোলে ৫৯ হাজার ৫৬৪ ভোটে জিতেছেন শত্রুঘ্ন সিনহা । ২০২২-এর উপনির্বাচনে জিতেছিলেন তিনি । ২০২৪-এও জয়ের ধারা বজায় রাখলেন তিনি ।

বীরভূম জেলা

বোলপুর ও বীরভূম । দুই কেন্দ্রেই জয় তৃণমূলের । বোলপুর থেকে ৩ লাখ ২৭ হাজার ২৫৩ ভোটে জেতেন অসিত কুমার মাল । অন্যদিকে, বীরভূম থেকে পাঁচ বারের সাংসদ হলেন শতাব্দী রায় । ১ লাখ ৯৭ হাজার ৬৫০ ভোটে জিতেছেন তিনি ।

হাওড়া জেলা

হাওড়া ও উলুবেড়িয়া । দুই কেন্দ্রেই তৃণমূলের জয় । হাওড়া থেকে জিতেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় । উলুবেড়িয়া থেকে প্রায় দুই লাখ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন সাজদা আহমেদ ।

হুগলি

তিন কেন্দ্র । হুগলি থেকে ৭৬ হাজারের বেশি ভোটে জিতেছেন রচনা বন্দ্যোপাধ্যায় । শ্রীরামপুর ও আরামবাগেও তৃণমূল । শ্রীরামপুর লোকসভায় জিতেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় । আরামবাগের সাংসদ হলেন মিতালি বাগ

বাঁকুড়া 

বাঁকুড়ায় তৃণমূল জিতলেও, বিষ্ণুপুরে গেরুয়া ঝড় । বাঁকুড়ায় জিতেছেন অরূপ চক্রবর্তী । 
বিষ্ণুপুরে প্রাক্তন স্বামী-স্ত্রীর লড়াইয়ে শেষ হাসি হাসলেন সৌমিত্র খাঁ । বিজেপির টিকিটে আবারও সাংসদ হলেন তিনি ।  

 পূর্ব মেদিনীপুর

পূর্ব মেদিনীপুর বিজেপির । তমলুক ও কাঁথি...দুই কেন্দ্র । তমলুকে বিজেপির টিকিটে জিতেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । কাঁথিতেও ফুটেছে পদ্মফুল । সৌমেন্দু অধিকারী জিতেছেন এই কেন্দ্র থেকে । 

পশ্চিম মেদিনীপুর

পূর্ব যেখানে বিজেপির, পশ্চিম সেখানে তৃণমূলের । ঘাটাল থেকে জিতেছেন তারকা প্রার্থী দেব । অন্যদিকে, মেদিনীপুরে ঘাসফুল ফুটিয়েছেন জুন মালিয়া

ঝাড়গ্রাম

একসময় ছিল বামদুর্গ । তারপর সবুজ । আর গত লোকসভা নির্বাচনে গেরুয়া হয় ঝাড়গ্রাম লোকসভা । ২০২১ বিধানসভায় ফের হাওয়া বদল । লোকসভাতেও সবুজ ঝড় । এই কেন্দ্র থেকে জিতলেন কালীপদ সোরেন ।

পুরুলিয়া

২০১৪ সালে তৃণমূল, ২০১৯-এ বিজেপি । ২০২৪-এর লোকসভা নির্বাচনেও দূর্গ ধরে রাখল পুরুলিয়া । এই কেন্দ্র থেকে জয় পেয়েছেন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাত ।

উত্তর ২৪ পরগণা

৫ কেন্দ্র । বনগাঁ, ব্যারাকপুর, বারাসত, বসিরহাট, দমদম । বনগাঁ বাদে প্রত্যেক কেন্দ্রেই ফুটেছে ঘাষফুল । কোন কেন্দ্রে কোন প্রার্থী জিতেছেন দেখে নিন একনজরে 

বনগাঁ- শান্তনু ঠাকুর (বিজেপি)

সবুজ ঝড় যে  কেন্দ্রগুলিতে 

ব্যারাকপুর -পার্থ ভৌমিক
বারাসত- কাকলি ঘোষদস্তিদার
বসিরহাট - হাজি নুরুল ইসলাম
দমদম - সৌগত রায়

দক্ষিণ ২৪ পরগনা

জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর । চার কেন্দ্রে তৃণমূলের জয়জয়কার 

জয়নগর- প্রতিমা মণ্ডল
মথুরাপুর- বাপি হালদার
ডায়মন্ড হারবার - অভিষেক বন্দ্যোপাধ্যায়
যাদবপুর - সায়নী ঘোষ

কলকাতা

দুই কেন্দ্র জয় তৃণমূলের । 

কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায়
কলকাতা দক্ষিণ - মালা রায় ।

Loksabha Election Result 2024

Recommended For You

editorji | ইলেকশন

Mamata Banerjee : একুশের মঞ্চ থেকে মোদী সরকারের ভবিষ্যদ্বাণী করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

TMC Clash : দুপুরের উত্তর কলকাতা, প্রকাশ্য রাস্তায় দলেরই যুব নেতাকে 'মারধর' তৃণমূল কাউন্সিলরের

editorji | ইলেকশন

Lok Sabha Profile Varanasi :সপ্তম দফায় মেগা ভোট, ভারতের নজরে বারাণসী

editorji | ইলেকশন

Loksabha Session : সংসদে প্রথমবার পা রাখলেন জুন, রচনা থেকে সায়নীরা, ছবি তুলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

CPIM: লোকসভায় ভরাডুবির ধাক্কা, 'সবজান্তা' মনোভাব ছেড়ে পর্যালোচনার পথে CPM