লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে নরেন্দ্র মোদী-সহ বিজেপি নেতারা দাবি করেছিলেন, এবার ৪০০ পার করবে বিজেপি । একাধিক বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত ছিল, ৩৫০-র বেশি আসন জিতে ফের ক্ষমতায় আসবে বিজেপি । মঙ্গলবার ইভিএম খুলতেই প্রাথমিক ট্রেন্ডে গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিলেছে । তবে, বিজেপিকে জোর টক্কর দিচ্ছে ইন্ডিয়া । শেষ পাওয়া খবর অনুযায়ী, ৩০০ আসন পার করেনি বিজেপি । সেখানে ২০০ পার করে বিজেপিকে কড়া চ্যালেঞ্জের মুখ ফেলে দিয়েছে ইন্ডিয়া জোট । কোন কোন কেন্দ্রে প্রভাব ফেলেছে ইন্ডিয়া জোট ?
সবথেকে উল্লেখ্যযোগ্য কেন্দ্র উত্তরপ্রদেশ । সেখানে যোগী রাজ্যে বড় প্রভাব ফেলতে সক্ষম হয়েছে ইন্ডিয়া জোট । শেষ পাওয়া তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশে ৮০ আসনের মধ্যে ইন্ডিয়া এগিয়ে রয়েছে ৪২ আসনে । শেষপর্যন্ত এমনই ট্রেন্ড থাকলে উত্তরপ্রদেশে ঘুরে যাবে খেলা । যেখানে ২০১৪ সালে ৮০-র মধ্যে ৭১ আসন জিতেছিল বিজেপি, ২০১৯-এ পেয়েছিল ৬২টি, সেখানে যা ট্রেন্ড তাতে সেখানে বলা যেতে পারে যোগী রাজ্যে কার্যত ধরাশয়ী বিজেপি ।
মহারাষ্ট্রে ভাল ফল করেছে ইন্ডিয়া । শেষ পাওয়া খবর অনুযায়ী, ২৯ আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া । তামিলনাড়ু-তেও ৩৬ আসনে এগিয়ে বিরোধী জোট । হরিয়ানাতেও এগিয়ে হরিয়ানা । জম্মু-কাশ্মীরে জোর টক্কর ইন্ডিয়া ও বিজেপির মধ্যে । দুই দলই ২ আসনে এগিয়ে । মণিপুরেও একই ছবি ।