টানা তিনবার লোকসভা নির্বাচনে অমেঠী কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছিলেন । তবে, ২০১৯ লোকসভায় বিজেপির স্মৃতি ইরানির কাছে হারলেন । ২০২৪ সাল । অমেঠি থেকে আর দাঁড়ালেনই না । উল্টে এবার লড়লেন একটি নয় দু'টি কেন্দ্র থেকে । আর দু'টি কেন্দ্রেই বাজিমাত । কংগ্রেস নেতা রাহুল গান্ধীতেই আস্থা রাখল রায়বেরেলি ও ওয়েনাড় ।
রায়বরেলির গত কয়েকবারের সাংসদ ছিলেন সনিয়া গান্ধী । কিন্তু, এবার লোকসভা ছেড়ে রাজ্যসভায় গিয়েছেন সনিয়া । রায়বরেলির দায়িত্ব ছেড়ে দিলেন ছেলের উপর । সনিয়া পুত্রকে খালি হাতে ফেরালেন না রায়বরেলির মানুষ । ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে সনিয়া গান্ধীর জয়ের ব্যবধানও ছাড়িয়ে গিয়েছেন রাহুল । অন্যদিকে, ওয়েনাড়েও বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী । শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রায় সাড়ে তিন লাখেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন ।
রাহুলের এই জয়ের পিছনে বড় ফ্যাক্টর 'ভারত জোড়ো যাত্রা' এবং 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' । এমনটাই মনে করছে রাজনৈতিক মহল । মাসের পর মাস ধরে কাশ্মীর থেকে কন্যাকুমারী ঘুরেছেন রাহুল । মিশে গিয়েছিলেন সাধারণ মানুষের সঙ্গে । কখনও কুলি, কখনও আবার কাঠমিস্ত্রি...বিভিন্ন ভূমিকায় উত্তীর্ণ হয়ে মানুষের মধ্যে মিশে যেতে দেখা গিয়েছে তাঁকে ।