Loksabha Election 2024 Result : বাংলায় ফের 'শূন্য'-তায় CPIM, দেশে মোট কটা আসনে জয় পেল বামেরা ?

Updated : Jun 05, 2024 08:11
|
Editorji News Desk

তরুণ ব্রিগেডের উপর আস্থা রেখে এবার ভোট ময়দানে লড়াইয়ে নেমেছিলেন বামেরা । লড়াইও করলেন । কিন্তু, তাতেও বামাদের পাশ থেকে সরল না 'শূন্য' শব্দটা । ২০১৯ লোকসভার পর পর এবারের ভোটেও ভরাডুবি বামেদের । আশার আলো দেখাতে পারলেন না সৃজন-সায়ন-দীপ্সিতারা । নবীণের পাশাপাশি সুজন, সেলিমদের মতো প্রবীণ প্রার্থীরাও ব্যর্থ । বাংলায় যখন এমন হাল লাল-এর, তখন রাজস্থানের মতো রাজ্য থেকে নতুন সাংসদ পেল সিপিএম । গোটা দেশে কতগুলি আসন পেয়েছে বামেরা, দেখে নেওয়া যাক ।

গত বার লোকসভায় সিপিএমের তিন জন সাংসদ ছিলেন । এ বার সেটা বেড়ে হয়েছে চার । কেরল থেকে এক জন, তামিলনাড়ু থেকে দু'জন সাংসদ পেয়েছে সিপিএম । এ বার নতুন সংযোজন রাজস্থান । সেখান থেকে সাংসদ হয়েছেন সিপিএমের রাজস্থান রাজ্য সম্পাদক অমরা রাম। কংগ্রেসের সমর্থনে তিনি সিকার কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন ।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ২০২৪ লোকসভা ভোটের রেজাল্ট বলছে, ফের 'বাংলা নিজের মেয়েকেই' চেয়েছে । ৪২ -এর মধ্যে ২৯ আসনেই সবুজ ঝড় । ১২ আসন নিয়ে আরও খানিক ফিকে গেরুয়া । পরাজিত হয়েছেন দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিকের মতো বিজেপির হেভিওয়েটরা । শুধু তাই নয়, একদা অধীর গড় হিসেবে পরিচিত বহরমপুরও এবার অধীরের হাতছাড়া । সেখানে ঘাসফুল ফুটিয়েছে তৃণমূল । সেলিম বাদে সৃজন, সুজন-সহ সিপিএম প্রার্থীরা তৃতীয় স্থানে । 

Loksabha Election Result 2024

Recommended For You

editorji | ইলেকশন

Mamata Banerjee : একুশের মঞ্চ থেকে মোদী সরকারের ভবিষ্যদ্বাণী করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

TMC Clash : দুপুরের উত্তর কলকাতা, প্রকাশ্য রাস্তায় দলেরই যুব নেতাকে 'মারধর' তৃণমূল কাউন্সিলরের

editorji | ইলেকশন

Lok Sabha Profile Varanasi :সপ্তম দফায় মেগা ভোট, ভারতের নজরে বারাণসী

editorji | ইলেকশন

Loksabha Session : সংসদে প্রথমবার পা রাখলেন জুন, রচনা থেকে সায়নীরা, ছবি তুলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

CPIM: লোকসভায় ভরাডুবির ধাক্কা, 'সবজান্তা' মনোভাব ছেড়ে পর্যালোচনার পথে CPM