বাংলা তাঁর মেয়েকেই চায় । ২০২১-এর পর ২০২৪ । বিজেপির রথ রুখে সেটাই প্রমাণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার, সকাল ৮টায় ইভিএম খুলতে প্রাথমিক রাউন্ডের জড়তা কাটিয়ে মমতা ম্যাজিকেই বিজেপিকে কার্যত ভ্যানিশ করে দিল এই রাজ্য । রাজনৈতিক মহলের মতে, উন্নয়ন তাসে এবারও ধরাশায়ী হল মোদী-অমিত শাহদের যাবতীয় প্রতিশ্রুতি । উন্নয়ন প্রকল্পের সঙ্গেই জড়িয়েছিল বাংলাকে বঞ্চনা করার কাহিনি । আর তাতেই বঙ্গের গর্জনে এবারও এই রাজ্যে বিসর্জন দেখল বিজেপি ।
২৩ আসনের পুঁজি নিয়ে এবার লোকসভার ময়দানে ব্যাট করতে নেমেছিলেন অভিষেক । সামনে ছিলেন নেত্রী মমতা । তাঁদের জুটিতেই উত্তরবঙ্গে তৃণমূল যেমন হারানো জমি উদ্ধার করল, তেমনই দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ফের নিজেদের নিশান পুঁতে দিল বাংলার শাসকদল । যার মধ্যে অবশ্যই মেদিনীপুর এবং মুর্শিদাবাদ । তবে এবারও মালদহ কার্যত হাতের বাইরেই রইল ।
২০১৯ সাল । লোকসভা ভোটে বাংলায় দারুণ ফল করেছিল বিজেপি । ১৮ আসনে জিতেছিল গেরুয়া শিবির । তৎকালীন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে উত্তরবঙ্গ কার্যত দখল নেয় বিজেপি । কাট টু ২০২৪ । ৫ বছরের ব্যবধানে উত্তরবঙ্গে কার্যত বদলে গেল হাওয়া । মমতা ম্যাজিকে সবুজ ঝড় উত্তরের কেন্দ্রগুলিতে । কোচবিহার, বালুরঘাট, আলিপুরদুয়ার থেকে রায়গঞ্জ, শেষ পাওয়া খবর অনুযায়ী, এই কেন্দ্রগুলিতে এগিয়ে রয়েছে তৃণমূল । রাজনৈতিক মহল বলছে, মমতা-অভিষেকের নেতৃত্বেই আস্থা রাখল বাংলা ।
কোন কোন আসন বিজেপির থেকে ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল ?
কোচবিহার, বালুরঘাট, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হুগলি ও রায়গঞ্জ ।