দেশজুড়ে শুরু হয়ে গেল অষ্টাদশ লোকসভা নির্বাচনের গণনাপর্ব । আজ দেশের ৫৪৩টি আসনের ফল ঘোষণা । সকাল আটটা বাজতেই গণনাকেন্দ্রগুলিতে শুরু হয়ে গেল ভোটগণনার কাজ । ত্রি-স্তরীয় নিরাপত্তায় প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট, তারপর খোলা হবে ইভিএম । গণনা কেন্দ্রের বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি থাকছে ১৪৪ ধারা ।
মঙ্গলে নজর থাকবে বাংলার ৪২টি আসনের দিকেও । মোট ৫৫টি গণনা কেন্দ্র তৈরি করা রয়েছে। কাউন্টিং হলের সংখ্যা ৪১৮ । ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ২ হাজার ৫২৫ জন রাজ্য পুলিশের কর্মীদের নিরাপত্তায় চলছে ভোটগণনা ।
এদিকে, ইভিএম খোলার আগেই অষ্টাদশ লোকসভা নির্বাচনে সুরাট জয় করে নির্বাচনী ফল শুরু করেছে বিজেপি ।