Loksabha Election Result 2024 : ভোট ময়দানে চমক তৃণমূল ব্রিগেডের মহিলা প্রার্থীদের, কারা যাচ্ছেন সংসদে ?

Updated : Jun 04, 2024 21:48
|
Editorji News Desk

বিধানসভা, পঞ্চায়েতের পর লোকসভাতেও বাংলায় তৃণমূলের দাপট অব্যাহত । অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, ষষ্ঠ দফাতেই ২৩ আসন পার করে গিয়েছে তৃণমূল । মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই দাবিই যেন প্রতিফলিত হতে দেখা গেল ভোটবাক্সে । ইতিমধ্যেই একাধিক কেন্দ্র থেকে তৃণমূলের জয়ের খবর সামনে এসেছে । তবে, ভোট ময়দানে এবার চমক দিয়েছেন মহিলা প্রার্থীরা । তৃণমূল মহিলা ব্রিগেডের কোন কোন প্রার্থীরা সংসদে যাচ্ছেন, দেখে নিন একনজরে...

কৃষ্ণনগর, মহুয়া মৈত্র

লোকসভায় এবার কৃষ্ণনগর থেকে প্রথম জয় এসেছে তৃণমূলের । আবারও সংসদে ফিরলেন মহুয়া মৈত্র । গত বছর ডিসেম্বরেই সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয় মহুয়াকে । সেইসময়ই মহুয়া সংসদের বাইরে থেকে দাবি করেছিলেন, আবারও তিনি ফিরবেন । কথা রাখলেন । কৃষ্ণনগরের মানুষও তাঁর পাশে থাকলেন । কৃষ্ণনগর থেকে বিজেপির রানি মা অমৃতা রায়কে হারিয়ে ফের সাংসদ হলেন মহুয়া মৈত্র ।

শতাব্দী রায়

শতাব্দী রায়ের উপরই ফের আস্থা রাখলেন বীরভূমের মানুষ । টানা পাঁচবার সাংসদ শতাব্দী । অনুব্রতহীন বীরভূমে উড়ল সবুজ আবির । বিজেপির দেবতনু ভট্টাচার্যকে দেড় লাখের বেশি ভোটে হারিয়ে জয় পেয়েছেন শতাব্দী ।

জুন মালিয়া

লোকসভা ময়দানে নতুন নাম জুন মালিয়া । তবে, ভোট ময়দানে পুরনো যোদ্ধা । ২০২১ বিধানসভা ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন । এবার সংসদেও জুন মালিয়াকে পাঠিয়েছিল তৃণমূল । মঙ্গলবার সকালে প্রাথমিক ট্রেন্ডে বিজেপির অগ্নিমিত্রা পলের থেকে অনেকটা পিছিয়ে ছিলেন তিনি । কিন্তু, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খেলা ঘোরে । ভোটে জেতেন জুন মালিয়া
    
কাকলি ঘোষ দস্তিদার

টানা চারবার সাংসদ হলেন কাকলি ঘোষ দস্তিদার । বারাসত কেন্দ্র ফের জয় পেলেন কাকলি । এক লাখের বেশি ভোটে জিতেছেন তিনি । 

মালা রায় 

কলকাতা দক্ষিণ থেকে জিতে ফের সংসদে মালা রায় । ২০১৯-এও জয় পেয়েছিলেন মালা । ২০২৪-এও সেই ধারা অব্যাহত রইল । বিজেপির দেবশ্রী চৌধুরীর থেকে জয়ের ব্যবধান দেড় লাখের বেশি বলে খবর ।

রচনা

বাংলার দিদি নং ওয়ান । ২০২৪ সালেই গ্ল্যামার দুনিয়া থেকে প্রথমবার রাজনীতির দুনিয়াতে আগমন হয় রচনার । প্রশ্ন উঠছিল, হুগলিতে কি লকেটকে হারাতে পারবে রচনা ? তাঁকে নিয়ে মিমও কম হয়নি । রেজাল্ট বেরতেই সব বিতর্ক, মিমের জবাব দিলেন রচনা । অগ্নিমিত্রাকে হারিয়ে সাংসদ হলেন রচনা ।

সায়নী

২০১৯-এর পর ২০২৪-এও যাদবপুরে তৃণমূলের জয় । তবে, এবার আর মিমি-কে টিকিট দেয়নি তৃণমূল । ঘাসফুল শিবিরের তুরুপের তাস ছিল সায়নী । বিজেপির বিরুদ্ধে আড়াই লাখের বেশি ভোটের ব্যবধান রেখে সংসদে সায়নী ।

এছাড়া সংসদে যাচ্ছেন মিতালী বাগ, প্রতিমা মণ্ডল , সাজদা আহমেদ ও শর্মিলা সরকার ।

Loksabha Election Result 2024

Recommended For You

editorji | ইলেকশন

Mamata Banerjee : একুশের মঞ্চ থেকে মোদী সরকারের ভবিষ্যদ্বাণী করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

TMC Clash : দুপুরের উত্তর কলকাতা, প্রকাশ্য রাস্তায় দলেরই যুব নেতাকে 'মারধর' তৃণমূল কাউন্সিলরের

editorji | ইলেকশন

Lok Sabha Profile Varanasi :সপ্তম দফায় মেগা ভোট, ভারতের নজরে বারাণসী

editorji | ইলেকশন

Loksabha Session : সংসদে প্রথমবার পা রাখলেন জুন, রচনা থেকে সায়নীরা, ছবি তুলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

CPIM: লোকসভায় ভরাডুবির ধাক্কা, 'সবজান্তা' মনোভাব ছেড়ে পর্যালোচনার পথে CPM