Loksabha Election 2024 : দেশজুড়ে শুরু ১৮তম লোকসভা নির্বাচন, কড়া নিরাপত্তায় চলছে ১০২টি আসনে ভোট

Updated : Apr 19, 2024 07:11
|
Editorji News Desk

দেশজুড়ে শুরু হয়ে গেল ১৮তম লোকসভা নির্বাচন । সকাল ৭টা বাজতেই বিভিন্ন বুথে পৌঁছচ্ছেন মানুষজন । কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় চলছে প্রথম দফার ১০২টি আসনে ভোটগ্রহণ । বাংলায় এদিন ভোট রয়েছে তিন কেন্দ্র অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে । এই তিন কেন্দ্রে মিলিয়ে ভোট দেবেন ৫৬ লক্ষ ২৬ হাজার ১০৮ জন।

এদিকে, ভোটের আগের রাত থেকেই উত্তপ্ত কোচবিহারের বিভিন্ন প্রান্ত । সেখানকার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ ও বাড়িতে অস্ত্র মজুত রাখার অভিযোগ নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল । ইতিমধ্যেই কোচবিহারের বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কড়া নজরদারিতে চলছে ভোট । জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও একই ছবি ।

কোচবিহারে মোট বুথের সংখ্যা ২,০৪৩টি। জলপাইগুড়িতে ১,৯০৪ এবং আলিপুরদুয়ারে বুথের সংখ্যা ১,৮৬৭। সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে কোচবিহারেই । এখানে বিজেপির টিকিটে লড়ছেন নিশীথ প্রামাণিক, তৃণমূলের হয়ে লড়ছেন জগদীশচন্দ্র বসুনিয়া । এখানে সিপিএম ও কংগ্রেস দুই দলই প্রার্থী দিয়েছে । অন্যদিকে, জলপাইগুড়িতে লড়াই হবে নির্মলচন্দ্র রায় (তৃণমূল), জয়ন্ত রায় (বিজেপি), দেবরাজ বর্মণ (সিপিএম)-এর মধ্যে । এছাড়া আলিপুরদুয়ারে লড়াই হয়েছে প্রকাশচিক বড়াইক (তৃণমূল), মনোজ টিগ্গা (বিজেপি) ও মিলি ওঁরাও (আরএসপি) ।

শুক্রবার প্রথম দফায় অরুণাচল প্রদেশ, মণিপুর এবং মেঘালয়ের দু’টি করে আসনে ভোটগ্রহণ হবে। একটি করে আসনে ভোটগ্রহণ হবে ছত্তিশগড়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর, জম্মু ও কাশ্মীর, লক্ষদ্বীপ এবং পুদুচেরিতে। 

Loksabha Election 2024

Recommended For You

editorji | ইলেকশন

Mamata Banerjee : একুশের মঞ্চ থেকে মোদী সরকারের ভবিষ্যদ্বাণী করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

TMC Clash : দুপুরের উত্তর কলকাতা, প্রকাশ্য রাস্তায় দলেরই যুব নেতাকে 'মারধর' তৃণমূল কাউন্সিলরের

editorji | ইলেকশন

Lok Sabha Profile Varanasi :সপ্তম দফায় মেগা ভোট, ভারতের নজরে বারাণসী

editorji | ইলেকশন

Loksabha Session : সংসদে প্রথমবার পা রাখলেন জুন, রচনা থেকে সায়নীরা, ছবি তুলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

CPIM: লোকসভায় ভরাডুবির ধাক্কা, 'সবজান্তা' মনোভাব ছেড়ে পর্যালোচনার পথে CPM