ভোট সপ্তমীর প্রথম ঘণ্টাতেই কার্যত অশান্ত যাদবপুর লোকসভার অন্তর্গত ভাঙড়। রাস্তায় পড়ে বোমা, আইএসএফ প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ। এমনকী এক আইএসএফ প্রার্থী গুলিবিদ্ধ বলেও দাবি করা হচ্ছে। যদিও এই ঘটনার সত্যতা স্বীকার করেনি প্রশাসন। এটা ঠিক যে, এই দফায় দক্ষিণ ২৪ পরগনার এই জনপদ কার্যত চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে।
শুধু ভাঙড় নয়, সকাল থেকে বিক্ষিপ্ত অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থেকেও। জয়নগর লোকসভার এই অঞ্চলে ইভিএম পুকুরে ভাসিয়ে দেওয়ার। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কুলতলি স্কুলে কাছের একটি বুথের কাছে এই ঘটনা বলে জানা গিয়েছে।
এদিকে ভোট শুরুর আগে উত্তর ২৪ পরগনার বসিরহাটের একটি আবাসন থেকে ১৯ লক্ষ জাল টাকা উদ্ধার করেছে পুলিশ। বিক্ষিপ্ত সন্ত্রাসের অভিযোগ উঠেছে উত্তর দমদম এলাকা থেকেও।