লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে মেজাজ হারানোর অভিযোগ কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে। এই লোকসভার অন্তর্গত চাপড়া বিধানসভা এলাকায় প্রচার করতে গিয়েছিলেন মহুয়া। সেখানেই মহুয়াকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে। আর তাতে তৃণমূল প্রার্থী মেজাজ হারান বলে জানা গিয়েছে।
সম্প্রতি কৃষ্ণনগর গিয়ে মহুয়া জয়ের ব্যাপারে বাজি ধরেছিলেন স্বয়ং তৃণমূল কংগ্রেস নেত্রী। মমতার পেপটকে এবার আরও চাঙ্গা মহুয়া। রোজের মতোই প্রচারে গিয়েছিলেন তিনি। অভিযোগ, তৃণমূলের একাংশ থেকে তাঁকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। আর তাতে নাকি মেজাজ হারান তিনি।
রাজ্যের চতুর্থ দফায় ভোট হবে কৃষ্ণনগরে। বিজেপি প্রার্থী করেছে স্থানীয় রাজবাড়ির প্রতিনিধি অমৃতা রায়। সিপিএম প্রার্থী করেছে এসএম সাদিকে। মে মাসের ১৩ তারিখ ভোট হবে এই কেন্দ্রে।