INDIA জোটের বৈঠকে তিনি যেতে পারবেন না। বুধবার নয়াদিল্লিতে রাহুল গান্ধীদের বৈঠকে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সাংবাদিক বৈঠকে জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বড় জয়ের প্রশংসা করলেন তিনি।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দেশের মধ্যে সর্বোচ্চ ভোটে জিতেছে। এটা অমিত শাহের গুজরাতের দখল করা ভোট নয়। ও ৭ লক্ষের বেশি ভোটে জিতেছে। ওর রেকর্ডের জন্য় বাংলার মানুষকে ধন্যবাদ জানাতে চাই। রিগিং করে কিছু হয় না।"
INDIA জোটের বৈঠক নিয়ে তৃণমূল নেত্রী বলেন, "আমি বিজেপির হাতে রাজ্য ছেড়ে দিয়ে চলে যাব না। মানুষকে সুরক্ষা দেওয়া আমার কাজ। আমি চেষ্টা করব, যাতে অভিষেক যেতে পারে। ওর সর্বোচ্চ লিড হয়েছে দেশে। তবে তার আগে, প্রত্যেক INDIA জোটের নেতাদের কাছে অনুরোধ করছি।"