নরেন্দ্র মোদীর 'কল' খুড়োর কল। সন্দেশখালি প্রসঙ্গ নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বেহালার চৌরাস্তায় মালা রায়ের সমর্থনে জনসভা ছিল তৃণমূল নেত্রীর। সেই সভায় নরেন্দ্র মোদীকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
মঙ্গলবার বারাসত কেন্দ্রের অশোকনগর ও যাদবপুর কেন্দ্রে বারুইপুরে জনসভা ছিল প্রধানমন্ত্রীর। ওই সভা থেকে তৃণমূলকে একাধিক আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তারই পাল্টা আক্রমণ করেন মমতা। বেহালার জনসভা থেকে তিনি বলেন, "মোদী বাবুদের কল খুড়োর কল। যখন কিছু করে, প্ল্যান করে করেন। সন্দেশখালি দেখে সারা পৃথিবী ভাবল, আর সব টিভিতে বলা হয়েছে, সন্দেশখালিতে তৃণমূলের বিরুদ্ধে বলে দাও। তারপর আসল জিনিস বেরিয়ে এল। মা-বোনেদের অসম্মান করে বিজেপি এটাকে নির্বাচনী ইস্যু করে সারা পৃথিবীতে বাংলার বদনাম করার চেষ্টা করল। আমরা বাংলার মা-বোনেদের এই অসম্মান মেনে নেব না।"
এদিন তৃণমূল নেত্রী প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, "আজ থেকে আবার পাকিস্তান বলতে শুরু করেছে। নাকি আরেকটা পুলওয়ামার গল্প হবে হয়তো। আপনারা আপনাকে বলুন তো, তিন মাস লাগে নির্বাচন করতে। বাচ্চাদের স্কুল বন্ধ করে দিতে বাধ্য হলাম। একজন নির্বাচন কমিশনার প্রতিবাদে ছেড়ে দিয়ে চলে গেলেন। উনি আসলেই একজন করে আমলার বদলি হয়। আজকেও সরিয়েছে। ক্ষমতা দেখাচ্ছে। এই ক্ষমতা যেদিন মানুষ কেড়ে নেবে, দাম্ভিকতার জবাব মানুষ ব্যালটে দেবে।"