প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রবীন্দ্রনাথের 'উল্টো' ছবি উপহার। ব্যারাকপুরের প্রার্থী অর্জুন সিংয়ের ছেলের পবন সিং এই ছবি উপহার দিয়েছেন। তা নিয়েই ঝড় রাজ্য-রাজনীতিতে। বাংলার মণীষীদের অসম্মান করা নিয়ে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
এদিন আমতার জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, "বাংলা না থাকলে দেশের স্বাধীনতা হত না। নবজাগরণও হত না। আজকেও শুনেছি গ্যারান্টি বাবুকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উল্টো করে দিচ্ছিল। প্রার্থীর ছেলে উল্টো করে ছবি দিয়েছিল। প্রার্থী এসে আবার সেটা সোজা করে দিল। বাংলায় থাকবে, বাংলায় লড়বে আর একটা বিধায়ক রবীন্দ্রনাথের ছবি ছবি দিচ্ছে উল্টো করে?"
এই নিয়ে টুইট করে খোঁচা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, "বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে শুরু করে রবি ঠাকুরকে উল্টে দেওয়ার ঘৃণ্যতম কাজের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে। বাংলার সংস্কৃতি, বাংলার শান্তি রক্ষার দায়িত্ব আপনাদেরই।"