লোকসভা ভোটে রবিবার মেগা প্রচারে সরগরম ব্যারাকপুর ও হাওড়া। রবিবার ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে একই দিন ভাটপাড়ায় অর্জুন সিংয়ের হয়ে জনসভা নরেন্দ্র মোদীর। হাওড়াতেও প্রধানমন্ত্রীর জনসভা আছে। হাওড়ার দুই প্রান্তে জনসভা করবেন মমতা ও অভিষেক।
রবিবার ব্যারাকপুরে নোয়াপাড়া বিধানসভার পলতার মাঠে দুপুর ২টোয় জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর হাওড়ার আমতায় জনসভা করবেন তিনি। এদিকে হাওড়ার সাকরাইলে বিড়লা মাঠে রবিবার জনসভা প্রধানমন্ত্রীরও। একই দিনে বালিতে জনসভা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
হাওড়া ও উত্তর ২৪ পরগনায় রবিবার হাইভোল্টেজ জনসভা ঘিরে নিরাপত্তা তুঙ্গে। প্রধানমন্ত্রীর সভাস্থল ঘুরে নিরাপত্তা খতিয়ে দেখেছেন এসপিজি নিরাপত্তারক্ষীরা। অস্থায়ী হেলিপ্যাডও তৈরি হয়েছে।