শুধুই বাংলা নয়, বাংলার বাইরেও তৃণমূলের শক্তি বৃদ্ধিই মূল লক্ষ্য। লোকসভা ভোটের প্রচারে ভিন রাজ্যেও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ইতিমধ্যেই জেলায় জেলায় সভা করছেন তিনি। সূত্রের খবর, চলতি মাসেই তিনি উত্তরপ্রদেশ এবং অসমে যাবেন দলীয় প্রার্থীদের প্রচারে। পয়লা বৈশাখের পর আগামী ১৭ এপ্রিল অসমে সভা করার কথা তাঁর। যদিও উত্তরপ্রদেশে কবে যাবেন তাঁর দিনক্ষণ এখনও ঠিক হয়নি।
Loksabha Election 2024: রাজ্যে ১৪টি জনসভা, উত্তর কলকাতায় রোড শো নরেন্দ্র মোদীর, দক্ষিণ কলকাতায় অমিত শাহ
চব্বিশের লোকসভায় অসমের মোট ৪টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে তৃণমূল। কোকরাঝাড়, বরপেটা, লখিমপুর, শিলচরে ঘাসফুল শিবিরের প্রার্থীদের প্রচারেই অসম সফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপূর্বের রাজ্য মেঘালয়েও লড়ছে তৃণমূলের প্রার্থী। অন্যদিকে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ভদোহী আসনটি এবার তৃণমূলকে ছেড়েছে সমাজবাদী পার্টি। তাঁর হয়ে ভোট চাইতেও যোগিরাজ্যে যেতে পারেন মমতা।