তৃতীয় দফার নির্বাচনে সকাল থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদে একাই বুথে বুথে ঘুরলেন মহম্মদ সেলিম। কোথাও তাঁর তৎপরতায় ধরা পড়ল ভুয়ো এজেন্ট। কোথাও আবার তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে বচসা। তাঁকে ঘিরে উঠল গো ব্যাক স্লোগান। এসবের মধ্যেই ভরদুপুরে হালকা মেজাজে মহম্মদ সেলিম। ক্রিকেট খেললেন মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী। চায়ের দোকানে বসে খেলেন তরমুজও।
এদিন সকালে ডোমকলে এক ভুয়ো এজেন্টকে পাকড়াও করেন প্রার্থী মহম্মদ সেলিম। তাঁকে গ্রেফতারও করে পুলিশ। রানিনগরে প্রতিরোধের মুখে পড়তে হয়। তৃণমূলের অভিযোগ, ভোট ভণ্ডুল করতে আসেন সিপিআইএম প্রার্থী। তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সেলিম।