"সিপিএম ও তৃণমূল একই মুদ্রার এপিঠ-ওপিঠ।" বারাসতের সভা থেকে একযোগে সিপিএম, তৃণমূল ও কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালির বিজেপি প্রার্থী রেখা পাত্রকে 'বাহাদুর বেটি' বলেও প্রশংসা করলেন তিনি।
এদিন বারাসত কেন্দ্রের অশোকনগরে প্রথম জনসভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ওই সভায় বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, "পশ্চিমবঙ্গের একদিকে কয়লাখনি। অন্যদিকে উপকূল আছে। স্বাধীনতার আগে বাংলা লক্ষ লক্ষ মানুষের রোজগারের ব্যবস্থা করত। এখন সব কারখানা বন্ধ। এই দুর্দশার দায় কার। প্রথমে কংগ্রেস লুটেছিল। তারপর বামেরা, এখন তৃণমূল দুহাতে লুট করছে। এই তিন দলই পশ্চিমবঙ্গের এই অবস্থার জন্য দায়ী।"
ঘূর্ণিঝড় রেমালের দিকেও নজর ছিল কেন্দ্রের। রাজ্যকে সব ধরনের সাহায্যও করেছে কেন্দ্র। বারাসতের সভা থেকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।