বারাণসীতে হ্যাটট্রিক নরেন্দ্র মোদীর। ২০১৪ ও ২০১৯-এর পর তৃতীয়বার এই কেন্দ্র থেকে জয়। কিন্তু দেশজুড়ে ধাক্কা খেয়েছে NDA জোট। বিশেষ করে 'যোগী রাজ্য' উত্তরপ্রদেশে এই ধাক্কা, কার্যত চ্যালেঞ্জ বিজেপির অন্দরমহলে। বারাণসিতে কংগ্রেস প্রার্থী অজয় রাইয়ের বিরুদ্ধে মোদীর জয়ের ব্যবধান মাত্র দেড় লাখ। প্রায় ১৫ বছর পর উত্তরপ্রদেশে বিজেপিকে কাঁটায় কাঁটায় টক্কর দিয়েছে সমাজবাদী পার্টি ও কংগ্রেস। গণনার শেষ লগ্নে এসে NDA জোট ২৯২। INDIA জোট ২৩২।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশে NDA ১০টি আসন জিতে ফেলেছে। ২৪টি আসনে এগিয়ে তাঁরা। এদিকে INDIA জোট এই উত্তরপ্রদেশে ৮টি আসন জিতেছে। এখনও পর্যন্ত এগিয়ে ৩৬ আসনে। ৮০টি আসনে NDA-কে টেক্কা দিয়েছে কংগ্রেস ও সমাজবাদী পার্টির জোট। বারাণসীতে নরেন্দ্র মোদী ও লখনউতে রাজনাথ সিংয়ের মতো প্রার্থী জিতেছেন। কিন্তু আমেঠী থেকে হারতে হয়েছে স্মৃতি ইরানিকে। এদিকে উত্তর প্রদেশের রায়বরেলি থেকে জয় পেয়েছেন রাহুল গান্ধী। কনৌজ কেন্দ্র থেকে জয় অখিলেশ যাদবের। তবে রাজধানী দিল্লিতে সাতে সাত বিজেপির।
এদিকে বুথফেরত সমীক্ষা বলেছিল, দক্ষিণ ভারতে রেকর্ড গড়বে বিজেপি। কিন্তু ইভিএম খুলতেই দক্ষিণ ভারতে সেই ফল দেখা যায়নি। কর্নাটক ও তেলেঙ্গানা ছাড়া দক্ষিণের রাজ্যে একেবারেই ভাল ফল হয়নি এই জোটের। তেলঙ্গানায় ৮টি আসন জিতেছে বিজেপি। দক্ষিণ ভারত থেকে সব মিলিয়ে ৪৯টি আসন জিততে পেরেছে NDA জোট।
ওড়িশা বাদে পূর্ব ভারতে খুব একটা ভাল ফল করতে পারেনি বিজেপি। বাংলায় বড় ধাক্কা খেয়েছে বিজেপি। পূর্ব ভারতে সাত রাজ্যে ২০১৯ সালে ১৪টি আসন জিতেছিল বিজেপি। এবার সিকিমে ১২টি আসনে এগিয়ে বিজেপি। অসমেও ১৪টি আসনের মধ্যে ৮টি আসনে এগিয়ে বিজেপি। ত্রিপুরায় জয়ী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও কিরীট প্রদ্যোত দেব বর্মন। অরুণাচলেও দুটি আসনে এগিয়ে বিজেপি। এদিকে মণিুপুরের দুটি আসনে এগিয়ে কংগ্রেস প্রার্থী।