ভোটের প্রচার শেষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টানা ৪৫ ঘণ্টার ধ্যান শুরু। বৃহস্পতিবার থেকেই তামিলনাড়ুর কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালের ধ্যান মণ্ডপে নিজের ব্যক্তিগত কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী। আগামী শনিবার সন্ধ্যা ছটায় শেষ হবে সপ্তম ও শেষ দফার ভোট। ঠিক ওই সময়েই ধ্যান ভাঙবেন নরেন্দ্র মোদী।
এদিন কেরল থেকে হেলিকপ্টারে কন্যাকুমারীতে যান প্রধানমন্ত্রী। প্রথমে তাঁর গন্তব্য ছিল ভগবতী আম্মান মন্দিরে উপাসনা গৃহ। সেখান থেকে বিবেকানন্দ রক মেমোরিয়াল। স্বামীজিকে শ্রদ্ধা নিবেদন করেই ধ্যান শুরু করেছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর এই ধ্যানের জন্য রক মেমোরিয়াল ঘিরে রাখা হয়েছে। ডিউটি রয়েছেন প্রায় ২ হাজার পুলিশ কর্মী। এছাড়াও নজরদারিতে রাখা হয়েছে নৌসেনা ও কোস্ট গার্ডকে।
২০১৪ সালে ভোট প্রচার শেষে শিবাজির প্রতাপগড়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ২০১৯ সালে তাঁর গন্তব্য ছিল কেদারনাথ। আর এবার তামিলনাড়ু। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনী প্রচার শেষে আধ্যাত্মিক অনুসন্ধান নতুন কিছু নয় নরেন্দ্র মোদীর কাছে। প্রধানমন্ত্রীর এই ধ্যান যাতে টেলিভিশনে সম্প্রচার না হয়, তার জন্য ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে আবেদন জানিয়েছে ইন্ডিয়া জোট। এর পাশাপাশি তাঁকে ইতিমধ্যেই কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।