'৪ জুনের পর বড় রাজনৈতির ভূমিকম্প আসতে চলেছে ।' কাকদ্বীপের সভা থেকে এমনই ভবিষ্যদবাণী করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । বুধবার কাকদ্বীপে একসঙ্গে তিন কেন্দ্র তথা মথুরাপুর, ডায়মন্ড হারবার ও জয়নগরের প্রার্থীদের হয়ে প্রচার করেন মোদী । ওই সভা থেকেই তৃণমূল-সহ বাকি বিরোধী দলগুলোকেও আক্রমণ করলেন মোদী । তাঁর কথায়,'৪ জুনের পর পরিবারতান্ত্রিক দলগুলি আপনা থেকেই শেষ হয়ে যাবে। '
কাকদ্বীপের সভা থেকে তোষণ, কাটমানি থেকে শুরু করে ওবিসি সার্টিফিকেট...একাধিক ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেন । কংগ্রেস, সিপিএমকেও একইযোগে আক্রমণ করে বলেন,'৪ জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে দেশের রাজনীতি উথালপাথাল হবে। আগামী ৬ মাসে ‘রাজনৈতিক ভূমিকম্প’ আসতে চলেছে । পরিবারতান্ত্রিক দলগুলি আপনা থেকেই শেষ হয়ে যাবে। ওই দলগুলির কর্মীরাও হাঁপিয়ে উঠেছে। ওরাও দল থেকে সরবে।'
কাকদ্বীপের সভা থেকে মেরুকরণও স্পষ্ট করলেন ‘মেরুকরণ’। সোজা সাপটা বললেন, “তৃণমূল তুষ্টিকরণের জন্য দেশের সংবিধানেও হামলা করছে। মোদীর অভিযোগ, 'রাজ্যের শাসকদল অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে সীমান্তবর্তী এলাকাগুলির জনবিন্যাসে বদল ঘটিয়েছে।'