মঙ্গলে কলকাতা উত্তরে রোড শো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করবেন তিনি। সোমবার সন্ধ্যায় এই রোড শো নিয়ে সল্টলেকের রাজ্য বিজেপি দফতরে বিশেষ বৈঠক হয়। কলকাতার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম নির্বাচনী কর্মসূচি। প্রস্তুতি কেমন হয়েছে, কোথায় ঘাটতি তা নিয়ে বৈঠক করেন রাজ্য নেতারা।
মঙ্গলবার দুপুরে বারাসত লোকসভার অশোকনগরে একটি জনসভা আছে প্রধানমন্ত্রীর। এরপর যাদবপুর আসনের বারুইপুরে সভা তাঁর। এই দুই জনসভার পরই কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী।শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সিমলা স্ট্রিটের স্বামী বিবেকানন্দের জন্মভিটে পর্যন্ত রোড শো করবেন প্রধানমন্ত্রী। তার আগে বাগবাজারের উদ্বোধন লেনে 'মায়ের বাড়ি' যাবেন প্রধানমন্ত্রী।
কলকাতার রোড শো নিয়ে প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে আগেই আলোচনা করে রাজ্য বিজেপি। তারপরই রুটম্যাপ ঠিক করা হয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও অন্য বিষয়গুলি মাথায় রেখেই এই রুটম্যাপ করা হয়েছিল। আগে বাগবাজারের ঐতিহাসিক মায়ের বাড়ি থেকেই শুরু হওয়ার প্রস্তাব আসে। কিন্তু নিরাপত্তাজনিত কারণে পথ বদল করা হয়েছিল।