দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তকে কিছু সংশোধন আনছে ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং । রাষ্ট্রবিজ্ঞান বইয়ে বাবরি মসজিদ, গুজরাত দাঙ্গা, হিন্দুত্ববাদী রাজনীতির বেশ কিছু অংশ বাদ দেওয়া হয়েছে । সংশোধিত সিলেবাসটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যকর করা হবে । সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তকে কোন কোন বিষয়গুলি সংশোধন করা হয়েছে, কী কী পরিবর্তন আনা হয়েছে, বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই বিষয়ে জানিয়েছে এনসিআরটি ।
'পলিটিক্স ইন ইন্ডিয়া সিনস ইন্ডিপেন্ডেন্স' অধ্যায়ে বেশ কিছু ক্ষেত্রে সংশোধন করা হয়েছে । বর্তমান সংস্করণে বলা হয়েছে 'রাম জন্মভূমি আন্দোলন এবং অযোধ্যা ধ্বংসের উত্তরাধিকার কী?' সংশোধনে লেখা হয়েছে 'রাম জন্মভূমি আন্দোলনের উত্তরাধিকার কী?'
২০১৯-এর ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের অযোধ্যায় রাম মন্দির তৈরির নির্দেশ দেয়। গত ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন রাম মন্দিরের উদ্বোধন করেছেন । যা সাদরে আহ্বান জানিয়েছেন সকলে । বিবাদের নিষ্পত্তি হয়ে গিয়েছে বলেই সংঘাতের প্রসঙ্গ সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনসিইআরটি ।
ওই একই অধ্যায়ে বাবরি মসজিদ এবং 'হিন্দুত্ব রাজনীতি'-র উল্লেখ মুছে ফেলা হয়েছে । সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের সিদ্ধান্তের পরে কীভাবে অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছিল তা ব্যাখ্যা করা হয়েছে। 'গণতান্ত্রিক অধিকার' নামের পঞ্চম অধ্যায়ে গুজরাত দাঙ্গার উল্লেখ মুছে ফেলা হয়েছে ।