লোকসভা নির্বাচনে গণনার শুরুতেই দেশ জুড়ে গেরুয়া ঝড়। মঙ্গলবার গণনা আগেই সুরাট জয় করেই শুরু করে বিজেপি। সকাল ৮টায় গণনা শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্তে এগিয়ে যান NDA প্রার্থীরা।
প্রাথমিক ট্রেন্ডে দুটি কেন্দ্র থেকেই এগিয়ে রাহুল গান্ধী। ওয়ানাড় ও রায়বেরিলিতে এগিয়ে কংগ্রেস নেতা। এদিকে বারাণসী কেন্দ্র থেকে এগিয়ে নরেন্দ্র মোদী। রাজ্যের ট্রেন্ডেও জোর টক্কর তৃণমূল ও বিজেপির।