অভিষেকের সভার দিনই হুগলির পাণ্ডুয়ায় বিস্ফোরণ । বোমা ফেটে মৃত্যু হল এক কিশোরের ।মৃতের নাম রাজ বিশ্বাস ( ১১) । গুরুতর জখম হয়েছে আরও দুই কিশোর । বিস্ফোরণের তীব্রতায় হাত উড়ে গিয়েছে এক কিশোরের । পান্ডুয়ার তিন্না নেতাজী পল্লি কলোনি এলাকায় ঘটনাটি ঘটেছে । ভোটের আগে বিস্ফোরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বিদায়ী সাংসদ ও বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ।
জানা গিয়েছে, সোমবার সকালে পুকুরপাড়ে খেলছিল তিন কিশোর । সেইসময় বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ ঘটে । সঙ্গে তিন কিশোরকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তাঁদের মধ্য়ে এক কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । অন্যদিকে, বাকি দুই কিশোরের চিকিৎসা চলছে । তাঁদের মধ্যে একজনের হাত উড়ে গিয়েছে বলে জানা গিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীণ পুলিশ ।
ইতিমধ্যে বিস্ফোরণের ঘটনায় তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন লকেট চট্টোপাধ্যায় । তাঁর অভিযোগ, অভিষেকের সভার আগে তৃণমূল দুষ্কৃতীরাই বিস্ফোরণ ঘটিয়েছে ।