সপ্তম দফার নির্বাচনী প্রচারে এসে বাগবাজারে 'মায়ের বাড়ি' গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার অশোকনগর ও বারুইপুরে জনসভা করেন তিনি। শ্যামবাজার থেকে রোড শো-এর আগে বাগবাজারে মায়ের বাড়িতে যান প্রধানমন্ত্রী। বাগবাজারে মায়ের বাড়িতে গিয়ে প্রথমে সারদা মায়ের ছবির সামনে বসে ধ্যান করেন ও পুষ্পাঞ্জলি অর্পণ করেন তিনি।
মঙ্গলবার বাগবাজার থেকে শ্যামবাজার যান প্রধানমন্ত্রী। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে শ্যামবাজার পাঁচ মাথা মোড় থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত রোড শো করেন প্রধানমন্ত্রী। শ্যামবাজারে নেতাজি মূর্তিকে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় এই রোড শো। এরপর সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতেও যান মোদী।
এদিন রোড শো-এ প্রধানমন্ত্রীর দু'পাশে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। দমদম কেন্দ্রের প্রার্থী শীলভদ্র দত্ত ও কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায়কে দেখা যায় প্রধানমন্ত্রীর গাড়িতে।