ভোট প্রচার আজ, ৪ এপ্রিল বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । কোচবিহারে সভা রয়েছে তাঁর । তবে, তার আগে বুধবার বঙ্গ বিজেপি কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মোদী । আর ওই বৈঠকেই বাংলায় ৪২টি আসন জেতার টার্গেট নিয়ে ভোটের রণকৌশল ঠিক করে দিলেন তিনি । কোন কোন দিকে নজর দেবে বঙ্গ-বিজেপি, সেই নিয়ে পরামর্শও দেন প্রধানমন্ত্রী ।
বৈঠকে প্রধানমন্ত্রী জানান, বুথস্তর থেকে জনসংযোগ করতে হবে । অর্থাৎ বুথস্তরের কর্মীদের নিয়ে ছোট ছোট টিম তৈরি করতে হবে । ওই টিমগুলির কাজ হবে অন্তত ১০-১৫টি নির্দিষ্ট পরিবারের সঙ্গে জনসংযোগ রাখা । টিমগুলিতে মহিলা কর্মীও রাখার পরামর্শ দেন তিনি । প্রধানমন্ত্রীর কথায়, যে দল পোলিং বুথ জিতবে, সেই দলই ভোটে জিতবে । তাই, কোমর বেঁধে জনসংযোগে নেমে পড়ার পরামর্শ দিয়েছেন মোদী ।
প্রধানমন্ত্রী এদিন বৈঠকে আরও বলেন, 'বাংলার বিজেপি কর্মীদের পরিশ্রমের জন্যই মানুষ আমাদের উপর ভরসা করছে । কিন্তু প্রত্যেক নির্বাচনে তৃণমূল হিংসা করে বিজেপিকে আটকানোর চেষ্টা করছে । 'তবে, নরেন্দ্র মোদীর বিশ্বাস বাংলায় গত লোকসভার থেকেও এবছর বেশি ভোটে জিতবে বিজেপি । একইসঙ্গে এদিন তাঁর বক্তব্যে উঠে আসে রাজ্যে দুর্নীতি প্রসঙ্গ । সেই বিষয়েও কর্মীদের পরামর্শ দেন তিনি ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাসমেলার মাঠে হবে জনসভা করবেন । ইতিমধ্যেই সভাকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে । অন্যদিকে, একইদিনে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন কোচবিহারের গুমানীর হাটের স্কুল মাঠে । সুতরাং, আজ দুই শীর্ষ নেতার বার্তার দিকে তাকিয়ে কোচবিহার ।