ভোটের দিন অশান্তির ঘটনা। সন্দেশখালিতে আরও সাতজনকে গ্রেফতার করল পুলিশ। সোমবারই ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের সবাই বিজেপি কর্মী অথবা সমর্থক।
শনিবার লোকসভা নির্বাচনের শেষ দিনই ভোটগ্রহণ হয় বসিরহাট কেন্দ্রে। চলতি বছর জানুয়ারি মাস থেকেই উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। শনিবার দফায় দফায় উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে সংঘর্ষ, উত্তেজনা তৈরির অভিযোগে তখনই ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার আরও সাত জনের গ্রেফতারির খবর প্রকাশ্যে আসে।
পুলিশ সূত্রে খবর, ভোটের দিন বিকেলে বেড়মজুরের ভোলাপাড়ায় সন্দেশখালি থানার এসআই সাগির গাজিকে আক্রমণ করার অভিযোগ ওঠে। এই ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়। জামিন অযোগ্য একাধিক ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।