প্রধানমন্ত্রীর 'মুজরা' নিয়ে মন্তব্যে বিতর্ক। শনিবার INDIA জোটকে আক্রমণ করতে গিয়ে এমনই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এবার পাল্টা কটাক্ষ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর। তাঁর মতে, "অশোভনীয় ভাষা ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী। এ দেশের কোনও প্রধানমন্ত্রী অতীতে এমন ভাষা ব্যবহার করেননি। বিরোধী নেতাদেরও অপমান করেছেন। সত্যিটা প্রকাশ্যে এসে গিয়েছে।"
শনিবার বিহারের বক্সার, কারাকট ও পাটলিপুত্রে নির্বাচনী প্রচার করতে যান প্রধানমন্ত্রী। বিরোধীদের ভোট ব্যাঙ্ক নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "মোদীর জন্য সংবিধানই সবথেকে গুরুত্বপূর্ণ। মোদীর জন্য বাবা সাহেব আম্বেদকারের ভাষণ গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া জোট নিজেদের ভোট ব্যাঙ্কের জন্য যদি গোলামি করতে হয় তাহলে করুক। ওরা গিয়ে যদি মুজরা করতে হয় তাহলে সেটাই করুক। আমি SC, ST, OBC-র সংরক্ষণের পাশে আছি এবং থাকব। যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ লড়াই করব।"