বীরভূম জয়ের হ্যাট্রিক রয়েছে তাঁর ঝুলিতে, এবারেও সেই কেন্দ্রের প্র্রার্থী শতাব্দী রায়। নাম ঘোষণার পর থেকেই প্রচারের ময়দানে নেমে পড়েছেন অভিনেত্রী সাংসদ। তবে শনিবার মহম্মদ বাজারের রাওতাড়া গ্রামে জনসংযোগে গিয়ে, জনরোষের মুখে পড়লেন শতাব্দী। শতাব্দীকে দেখা মাত্রই গ্রামবাসীরা তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ গত কয়েক বছরে একবারও তাঁরা সাংসদের দেখা পাননি।
PM Narendra Modi: দেশের সবথেকে পছন্দের দল BJP, টুইট করে দাবি নরেন্দ্র মোদীর
কারও অভিযোগ আবাস যোজনার বাড়ি পাননি , দুর্বিষহ অবস্থা রাস্তা ঘাটের, পানীয় জল, হাসপাতালে অ্যাম্বুলেন্স নেই। কেউ বলছেন সমস্ত সুযোগ সুবিধা কেবল দলের লোকেরাই পায়। এমনই নানা অভাব অভিযোগ নিয়ে তৃণমূল প্রার্থীকে ঘিরে ধরেন এলাকাবাসী। গাড়ি থামিয়ে তাঁদের সঙ্গে কথাও বলেন। এই অভিযোগ শোনার পর বিষয়টি দেখার আশ্বাস দেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়।