হুগলিতে জোরকদমে প্রচার চালাচ্ছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় । লকেটকে সমানে সমানে টক্কর দিতে প্রচারে কোনওরকম খামতি রাখছেন না অভিনেত্রী । কিন্তু, ভোট আবহেই বারবার উঠে আসছে রচনার প্রাক্তন স্বামী ওড়িয়া সুপারস্টার সিদ্ধান্ত মহাপাত্রের নাম । কারণ, সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন সিদ্ধান্ত । আর, বিজেপিতে যোগ দিয়েই প্রাক্তন স্ত্রী রচনা নয়, লকেটই আগে শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধান্ত । প্রাক্তন স্বামীর বিজেপি যোগের খবর পেয়ে কী বলছেন রচনা ?
রচনা সিদ্ধান্তকে শুভেচ্ছা জানিয়েছেন । তিনি বলেন, 'আমার অনেক শুভেচ্ছা রইল তাঁর জন্য।' সিদ্ধান্তকে শুভেচ্ছা জানিয়েছেন লকেটও । সেইসঙ্গে রচনার উদ্দেশে হুগলির বিদায়ী সাংসদের বার্তা, 'ভুল করে চলে এসেছেন দিদি নম্বর ওয়ান থেকে । আসতে যদি হত তা হলে নরেন্দ্র মোদীজির হাত ধরতে হত । আজ না হয় কাল, তাঁকে আসতেই হবে ।' অন্যদিকে রচনা এই বিষয়ে বলেন, তিনি দিদি-র সঙ্গেই আছেন ও থাকবেন ।
রচনা বলেন, 'আমি দিদির সঙ্গে আছি। দিদির পাশে আছি। পশ্চিমবঙ্গের যাতে উন্নতি হয়, আমি তার জন্য লড়াই করছি। এখন আমি হুগলিবাসীর কথা বলব।'রচনার কথায়, বাকি কে কী বলছেন বা ভাবছেন বা কোথায় যোগ দিচ্ছেন, সেই বিষয়ে ভাবার সময় তাঁর নেই ।