তীব্র দাবদাহে পুড়ছে গোটা দেশ, তার উপর ভোটের উত্তাপ জারি। কিন্তু ভোটের ময়দানে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। রোদ মাথায় নিয়েই প্রচারে করছেন প্রার্থীরা। যাদবপুর কেন্দ্রের সর্বত্র ঘুরছেন তৃণমূল প্রাথী সায়নী ঘোষ। প্রচারে বেরিয়ে জনসংযোগ হচ্ছে তাঁর। এরই মধ্যে এমনই এক জনসভায় সায়নীর দেখা হয়ে গেল এক শিক্ষিকার। মৌসুমী চক্রবর্তী নামের ওই শিক্ষিকাকে দেখা মাত্রই সায়নী তাঁর কাছে ছুটে যান।
Seikh Sahajahan: রাজনৈতিক চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, সন্দেশখালি নিয়ে নতুন দাবি শাহজাহানের
শিক্ষিকার হাত ধরে তাঁকে মঞ্চে ডেকে আনেন যাদবপুরের তৃণমূল প্রার্থী। শিক্ষিকাকে জল দিতে বলেন সায়নী। এরপর বেশ খানিকক্ষণ ছাত্রীর সঙ্গে কথা বললেনমৌদুমী দেবী। তৃণমূলের তরুণতুর্কী সায়নীর নিত্যনতুন প্রচার-কীর্তি মাঝেমধ্যেই কাড়ছে শিরোনাম।