সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশের গাড়ির বনেটে উঠে আন্দোলেন করেছিলেন বিজেপি নেত্রী সিরিয়া পারভিন । সন্দেশখালি ইস্যুতে সুর চড়িয়েছিলেন তৃণমূলের বিরুদ্ধে । মাস খানেকের ব্যবধানে বদলে গেল সেই ছবি । এবার সেই সিরিয়া যোগ দিলেন তৃণমূলে । বৃহস্পতিবার শশী পাঁজা এবং মমতাবালা ঠাকুরের উপস্থিতিতে তৃণমূল ভবনে তৃণমূলের পতাকা তুলে নেন তিনি । তৃণমূলে যোগ দিয়ে তাঁর বিস্ফোরক অভিযোগ, 'সন্দেশখালির ঘটনা বিজেপি টাকা দিয়ে সাজিয়েছে'।
তৃণমূলে যোগ দিয়ে সিরিয়া জানান, ২০১৬ সাল থেকে পার্টির সঙ্গে ছিলেন । কিন্তু, তাঁর মন ভেঙে গিয়েছে । তিনি আরও বলেন, 'আমার লড়াই মহিলাদের সম্মানের জন্য। সন্দেশখালিতে মহিলারা নির্যাতিত, ধর্ষিত শুনে তাঁদের হয়ে আমি লড়াই করছিলাম। কিন্তু অনেক দিন ধরেই এ বিষয়ে একাধিক প্রশ্ন মনে উঁকি মারছিল। সন্দেশখালিতে গিয়ে সে সব প্রশ্নের উত্তর পেয়েছি। তার পরে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।'
উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজোর দিন সন্দেশখালি যাওয়ার পথে সুকান্ত মজুমদারকে আটকে দিয়েছিল পুলিশ । সেইসময় রণক্ষেত্রের পরিস্থিতি নেয় এলাকা । বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। সেইসময় পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েছিলেন সুকান্ত । সেখানেই তাঁর সঙ্গে দেখা গিয়েছিল সিরিয়াকে । ওই ঘটনা পর থেকেই সংবাদ শিরোনামে ছিলেন তিনি ।