লোকসভা নির্বাচনে বাংলার হটস্পট ছিল সন্দেশখালি। ভোটের আগে রাজ্যের অন্যতম বিরোধী দল বিজেপির সবথেকে বড় ইস্যু ছিল। আর সেই ইস্যু নিয়ে টানা প্রচার করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি প্রার্থী রেখা পাত্রকে বলেছিলেন, "বাঘিনী"। মঙ্গলবার গণনার দিন ইভিএম খুলতেই চমক। বসিরহাট বিজেপি প্রার্থী রেখা পাত্রের থেকে অনেকটা এগিয়ে তৃণমূল প্রার্থী হাজিনুরুল ইসলাম। ভোটের ফলে এই কেন্দ্রে এখনও পর্যন্ত বামেদের টেক্কা দিয়েছে আইএসএফ।
জানা গিয়েছে, গণনায় কিছু ভুল হওয়ায় প্রথম ২ রাউন্ডের পরই পাঁচ লক্ষ ভোটে এগিয়ে যান তৃণমূল প্রার্থী। কিন্তু কমিশনের পক্ষ থেকে ফের খতিয়ে দেখা শুরু হয়। সংশোধিত তালিকা অনুযায়ী, তৃণমূলের লিড ৫ লক্ষ থেকে কমে দেড় লক্ষে নেমে দাঁড়ায়।
তবে বসিরহাট কেন্দ্রে কি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ISF। শেখ নুরুল ইসলাম বিকেল পর্যন্ত শীর্ষে আছেন। দুই নম্বরে উঠে এসেছেন রেখা পাত্র। তিনে উঠে এসেছে আইএসএফ প্রার্থী আখতার রহমান বিশ্বাস। চারে রয়েছেন সিপিএমের নিরাপদ সর্দার।