সপ্তম দফার শেষ লগ্নে ফের উত্তপ্ত বসিরহাটের সন্দেশখালি। স্থানীয় বেশ কয়েকটি এলাকা দুপুরের পর থেকে উত্তপ্ত হয়। এরমধ্যে অশান্তি ছড়ায় বয়ারমারিতে। এখানে বিজেপির প্রতিরোধ ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। বিক্ষোভ হঠাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। ফাটানো হয়েছে কাঁদানে গ্যাসের সেল। ঘটনাস্থলে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র।
রাজবাড়ি অঞ্চলে স্থানীয় এক মহিলা আহত হয়েছেন বলে খবর। সেখানে পুলিশ ফাঁড়ির বাইরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এদিন সকাল থেকে নানা ঘটনায় তপ্ত হতে থাকে সন্দেশখালি। বেশ কিছু জায়গায় পুলিশের সঙ্গে ধস্তাধ্বস্তি হয় গ্রামবাসীদের। বেলার দিকে তা থেমে গেলেও, দুপুরের পর থেকে তা ফের শুরু হয়।
বসিরহাট লোকসভা কেন্দ্রের বসিরহাট দক্ষিণ বিধানসভার টাকি এলাকার ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। এই ঘটনায় উভয় পক্ষের এক জন করে আহত হয়েছেন বলে খবর। তৃণমূলের অভিযোগ, ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের একটি ক্যাম্পে হঠাৎই বিজেপির কর্মী-সমর্থকেরা এসে ভাঙচুর চালান। বাধা দিতে গেলে দু’পক্ষের হাতাহাতি শুরু হয়।