লোকসভা ভোটে টিকিট না পেয়ে, একরাশ অভিমান ঝড়ে পড়েছিল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গলায় । যদিও, শুক্র সন্ধ্যায় সেই অভিমান কিছুটা হলেও মিটল । বরাহনগর থেকে উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক সায়ন্তিকাকে । তাপসের ছেড়ে যাওয়া বরাহনগরের দায়িত্ব সায়ন্তিকার উপরই দিতে চায় শাসকদল । প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন সায়ন্তিকা । তাঁর উপর যে দল ভরসা ও বিশ্বাস রেখেছে, তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন ।
ভিডিয়ো বার্তায় সায়ন্তিকা বলেন, "আমি কৃতজ্ঞ আমার দলের কাছে । আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি । বরাহনগরের মতো গুরুত্বপূর্ণ একটি আসনে তাঁরা যে আমার উপর বিশ্বাস এবং ভরসা করেছেন, তার জন্য কৃতজ্ঞ । আমি নিশ্চিত যে আমি জয়ী হয়ে এই আসনটি দলের হাতে তুলে দিতে পারব।'
সম্প্রতি বরাহনগর কেন্দ্রে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তাপস রায় । তিনি এখন বিজেপিতে । ১ জুন রাজ্যের সপ্তম দফার লোকসভার সঙ্গে বরাহনগরে হবে উপনির্বাচন । ওই কেন্দ্রে সায়ন্তিকার প্রতিপক্ষ সজল ঘোষ । অন্যদিকে, ভগবানগোলা কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে রেয়াত হোসেন সরকারকে । ওই কেন্দ্রে ভোট ৭ মে । ভগবানগোলায় লড়াই রেয়াতের সঙ্গে বিজেপির ভাস্কর সরকারের ।