বাংলার ভোট সপ্তমীতে উত্তেজনা সকাল থেকেই সপ্তমে। বেলা বাড়ার সঙ্গেই বাড়ছে অভিযোগের পাহাড়। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট শুরুর পর এখনও পর্যন্ত মোট ১৪৫০টি অভিযোগ জমা পড়েছে। এই দফাতেও অভিযোগ জমার দৌড়ে এগিয়ে সিপিএম। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে ডায়মন্ড হারবার থেকে। বেলা বাড়তে বিক্ষিপ্ত সংঘর্ষের অভিযোগ এসেছে বসিরহাটের সন্দেশখালি ও যাদবপুরের ভাঙড় থেকে। ভাঙড়ে ডিউটি করতে গিয়ে আহত এক পুলিশ কর্মী।
এই ভোটের অন্যতম অঞ্চল বসিরহাটের সন্দেশখালি। যেখানে ভোট দেওয়ার আগে সবাইকে শান্তিপূর্ণ ভাবে ভোটে অংশের আবেদন করেছিলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। কিন্তু বেলা বাড়তেই রক্ত ঝড়ল সন্দেশখালিতে। তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষে এই এলাকায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
সকাল থেকে উত্তপ্ত রয়েছে যাদবপুরের ভাঙড়ও। মূলত সুতালিয়ায় দফায় দফায় তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তেজনা তৈরি হয়। এছাড়াও একাধিক জায়গা থেকে ভুয়ো ভোটার ধরার খবর পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত কমিশন জানিয়েছে, বড় ধরণের অশান্তির কোনও খবর নেই।