লোকসভা নির্বাচনের আবহে বিশেষ নজর থাকছে আসানসোল কেন্দ্রের উপর। নাম ঘোষণার প্রায় ২১ দিনের মাথায় ময়দানে আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। এতদিন কর্মী সমর্থকেরা প্রচার চালালেও, এলাকায় দেখা মেলেনি তাঁর।
রবিবার প্রথম দিনের প্রচারেই নির্বাচনী বন্ড নিয়ে বিজেপিকে বিঁধলেন আসানসোলের তৃণমূল প্রাথী শত্রুঘ্ন সিনহা। তাঁর কথায়, স্বয়ং শীর্ষ আদালত এই নির্বাচনী বন্ডকে অসংবিধানিক বলেছে। ইডি, সিবিআইয়ের রেডের পর সেই কোম্পানিই নির্বাচনী প্রচারে ১০০০ কোটি টাকা চাঁদা দিচ্ছে। আর সমস্ত মামলা শেষ হয়ে যাচ্ছে। এই ঘটনাকে বিজেপির 'ওয়াশিং মেশিন' বলেই কটাক্ষ করেছেন অভিনেতা সাংসদ।
CPIM West Bengal: ‘হক রুটি রুজি, জনতাই পুঁজি’, বামেদের প্রচারে ইলেক্ট্রোরাল বন্ড বিরোধিতা
সম্প্রতি, নির্বাচনী বন্ডকে বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি বলে অভিযোগ করেছিলেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী পি.প্রভাকর। রবিবার নিজের নির্বাচনী কেন্দ্রে এসে বিজেপিকে বিঁধতে সেই তথ্যকেই হাতিয়ার করলেন শত্রুঘ্ন।