রেমালের জেরে বিপর্যস্ত শহর ও শহরতলির বিস্তীর্ণ অংশ । রবিবার রাত থেকে টানা বৃষ্টির জেরে জলমগ্ন শহরের অলিগলি থেকে ভিআইপি রোড, ক্যামাক স্ট্রিট, মিন্টো পার্কের মতো ব্যস্ত রাস্তাগুলিও । মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই লণ্ডভণ্ড তিলোত্তমা । এমন পরিস্থিতিতে দুর্যোগের সকালে ছাতা মাথায় জলমগ্ন রাস্তায় দেখা গেল সৌগত রায়কে ।
দমদম লোকসভা কেন্দ্র থেকে এবার লড়ছেন সৌগত রায় । ১ জুন শেষ দফায় ভোট ওই কেন্দ্রে । দুর্যোগের কারণে দু'দিন ধরে প্রচারে ভাঁটা পড়েছে । বাড়ি থেকে বেরোতে পারছেন না প্রার্থীরা । কিন্তু, প্রবল দুর্যোগের মধ্যেও বেরিয়ে পড়েছেন সৌগত রায় । সাদা পাঞ্জাবি, ধূতি পরে কোথাও গোড়ালি ডোবা জল ঠেলে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন । কোথাও আবার ভেঙে পড়া গাছ সরানোতেও হাত লাগিয়েছেন । মাথার উপর ছাতা থাকলেও, তাতেও বাধ মানছে না বৃষ্টি । কাকভেজা হয়েই খতিয়ে দেখলেন পরিস্থিতি ।
এদিন, যাদবপুরের প্রার্থী সৃজন ভট্টাচার্যকেও ছাতা মাথায় এলাকা পর্যবেক্ষণ করতে দেখা যায় । যাদবপুরে ১০৬ ওয়ার্ডের হালতুতে ভেঙে পড়েছে গাছ, বিপজ্জনকভাবে উপড়ে গিয়েছে ল্যাম্পপোস্ট। সোমবার সকালে ওই এলাকাই ঘুরে দেখেন সৃজন।