পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে জাতীয় গোয়েন্দা সংস্থার আধিকারীকদের উপর হামলার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। জেলা পুলিশের থেকে এই ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে। শুক্রবার মধ্যরাতের এই ঘটনায় এখন পর্যন্ত দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। করা হয়েছে এফআইআর।
ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতা ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যের ডিজির থেকে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। শুভেন্দুর অভিযোগ, তৃণমূল নেত্রীর উস্কানিতেই হামলা হয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থার উপরে।
ভূপতিনগরের ঘটনায় রাজ্যের ডিজি এবং সংশ্লিষ্ট থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনের কাছে আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, ভূপতিনগরের ঘটনা প্রমাণ করল রাজ্যের আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে।