ভোটগ্রহণ পর্বই এখনও সম্পন্ন হয়নি। তার আগেই মনোনয়ন পর্বে সবুজ রংবোমা নিয়ে মেতে উঠলেন তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকরা। এমনই চিত্র ধরা পড়ল বাঁকুড়ায়।
বাঁকুড়ার জেলা শাসকের দফতরে হাজির হয়ে মনোনয়ন জমা করলেন বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ও সুজাতা মণ্ডল। শুক্রবার মনোনয়ন জমা দিতে গিয়ে দুই তৃণমূল প্রার্থীর পরণে ছিল বাঙালি পোশাক। শতাধিক মহিলা ঢাকি, অসংখ্য ঢাক, ঢোল, ধামসা মাদল ও একশো ফুটের বিশালাকার জোড়াফুলের পতাকা সহযোগে শোভাযাত্রা করেন তাঁরা।
গত ২৯ এপ্রিল ধুতি পাঞ্জাবি পরে ও হাতে গীতা নিয়ে শোভাযাত্রা করেন বাঁকুড়ার জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা করেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। পরের দিনই বাঁকুড়া শহরে শোভাযাত্রা করেন মনোনয়ন জমা করেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। তারই পাল্টা হিসাবে এদিন বাঁকুড়া শহরে বিশাল মিছিল করে বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের জোড়া তৃণমূল প্রার্থী মনোনয়ন জমা দেন।