পরীক্ষা দিতে যাওয়ার আগে গুরুজন কাছের মানুষদের আশীর্বাদ নিয়ে থাকি আমরা। ভোট পরীক্ষার মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে, বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের বাড়িতেও ধরা পড়ল একই ছবি। বিজেপির রাজ্য সভাপতির মনোনয়ন জমার ডি ডে-তে মা বাবার পা ছুঁয়ে প্রণাম করলেন সুকান্ত মজুমদার, মেয়েকে কোলে তুলে আদর করতেও দেখা গেল তাঁকে। পাশে ছিলেন সুকান্ত পত্নীও।
সকাল থেকেই সুকান্তর মনোনয়ন জমা ঘিরে গেরুয়া শিবিরে সাজো সাজো রব। বিরাট কর্মী সমর্থকেরা মিছিল করে, দলীয় পতাকা হাতে সুকান্তর সঙ্গে পা মিলিয়েছেন। বালুরঘাটের মঙ্গলপুরে কর্মীদের জমায়েত করে তারপর সারা শহর ঘুরে দুপুরে জেলা প্রশাসনিক ভবনে গিয়ে মনোনয়ন জমা দেন সুকান্ত মজুমদার।