ভোট দিতে গিয়ে ভোটার জানতে পারলেন তিনি মৃত। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের ভোট উৎসবে এই আজব ঘটনা বাংলার জলপাইগুড়িতে। শুক্রবার লোকসভার প্রথম দফায় ভোট দিতে গিয়েছিলেন ধূপগুড়ি পুরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাসন্তী দাস। কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে নিজের মৃত্যু সংবাদ পেলেন। আর তাতেই অবাক এই মহিলা।
বাকিদের মতোই ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন। ভোট দেওয়ার আগে অভিযোগ তাঁকে আটকে দেওয়া হয়। কারণ, দেখা যায় ভোটার তালিকায় তাঁর নামের পাশে লেখা ডিলিট শব্দ। কী কারণে, তাঁর নামের পাশে ডিলিট, তা জানতে চান বাসন্তী দাস। জেলাশাসক দফতর থেকে জানানো হয়, তিনি মৃত।
এই খবর শুনে কার্যত অবাক হয়েই ভোট কেন্দ্র ছাড়েন তিনি। ওই বুথের প্রিসাইডিং অফিসার হিমাদ্রিশেখর দাস জানান, ভোট কেন্দ্রে এসেছিলেন ওই বৃদ্ধা। কিন্তু তাঁদের কাছে দেওয়া তালিকায় ওই মহিলার নাম মৃত বলে চিহ্নিত করা হয়েছে।