এসএসসিতে বেআইনি নিয়োগ করতে রাজ্য সুপারনিউমেরিক বা অতিরিক্ত পদ তৈরি করেছিল বলে অভিযোগ । সেই নিয়ে এদিন কলকাতা হাইকোর্ট একটি রায় দেয় । এবার সেই প্রসঙ্গ তুলে কুমারগঞ্জের সভা থেকে তৃণমূলকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী । তাঁর অভিযোগ, 'চোরেদের বৈধ করেছিল মন্ত্রিসভা' । শুভেন্দুর দাবি, ২০২২ সালে ৫ মে যাঁরা মন্ত্রিসভার বৈঠকে ছিলেন, তাঁদের হেফাজতে নিক সিবিআই ।
সুপারনিউমারিক পদ নিয়ে এদিন কলকাতা হাইকোর্ট জানিয়েছে, অতিরিক্ত পদ তৈরিতে অনুমোদন দিয়েছিল রাজ্য সরকারের সঙ্গে যুক্ত যে ব্যক্তিরা, তাঁদের বিরুদ্ধে তদন্ত করবে সিবিআই । প্রয়োজন হলে তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এদিন, হাইকোর্টের এই রায়ের প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, 'বাড়তি পোস্ট চোরেদের রেগুলারাইজ করার জন্য করেছে মমতা বন্দ্যোপাধ্যায় । কবে করেছে, ৫ মে ২০২২ ক্যাবিনেটের বৈঠকে করেছে । মন্ত্রিসভার বৈঠকে সেদিন যাঁরা ছিলেন,তাঁদের হেফাজতে নিক সিবিআই। চোরেদের বৈধ করেছিল রাজ্য মন্ত্রিসভা।'