বিজেপি প্রার্থী তাপস রায়ের বুথ এজেন্টের বাইকে আগুন। ঘটনাটি ঘটেছে কাশীপুর-বেলগাছিয়া এলাকায়। উত্তর কলকাতা কেন্দ্রে তাপস রায়ের বুথ এজেন্ট তারক দাস। তাঁর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। তারক ও তাঁর ভাইয়ের বাইকে গভীর রাতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
তারক দাসের অভিযোগ, তিনি তাপস রায়ের বুথ এজেন্ট। তাই তাঁর বাইকটি জ্বালিয়ে দেওয়া হয়েছে। টালা থানায় লিখিত অভিযোগ জায়ের করেছেন তিনি। তারকের আশঙ্কা, তাঁর দোকানও পুড়িয়ে দেওয়া হতে পারে। স্থানীয় তিন তৃণমূল কর্মীর দিকেই অভিযোগের তির তারকের।
অভিযোগ দায়ের করার পরে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। ভোটের আগে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।